এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
সামান্য কিছু মোবাইল ফটোগ্রাফি
১) ইতিহাসের কিছু সাক্ষী!(ওয়াগন) যা তৈরি হয়েছিল পাকিস্তান আমলে। ২)মিল্ক ওয়ে যা তুলেছিলাম রাস্তার পাশ থেকে। ৩) পাট শোলা এগুলো নদীর ধারে শুকনো হচ্ছিল। ৪) নতুন কূঁড়ির আগমন এগুলা আমাদের ক্যাম্পাসে কৃঞ্চ্চূড়া গাছের। ৫) হৈইহুল্লা ছোট বেলার কিছু গল্প। ৬) ঘরে ফেরা সারাদিন মাঠে ঘাটে ঘাস লতা পাতা খাওয়ার পর কৃষক এর ঘরে ফেরা। ৭)সূর্যাস্ত সেন্ট মার্টিন এর অপরূপ সূর্যাস্ত না দেখলে মিস। ৮) নারিকেল গাছের সারি ভ্রমন পিপাসু মানুষের জন্য ইনানী বীচ অসাধারণ এক সমুদ্র সৈকত ৯) গোধূলি লগ্নে কিশোরগঞ্জের মুক্তমঞ্চের পাশ থেকে তুলা। ১০) লজ্জাবতী ফুল হিমছড়ি থেকে তুলা। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সামনে ভাল কিছু নিয়ে আসব। ভাল থাকবেন সবাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন